১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কী হয়েছে মেসির?

কী হয়েছে মেসির? এক অদ্ভূত রোগে আক্রান্ত হয়েছেন তিনি৷ দু’-তিন জনকে কাটিয়ে অনায়াসে গোল করতে পারলেও, পেনাল্টিতে কিন্তু গোল করতে পারছেন না এই গ্রহের অন্যতম সেরা নক্ষত্র৷ রবিবার লা লিগায় লেভান্তেকে ৪-১ গোলে হারনোর পিছনে যেমন তাঁর দু’টি অসাধারণ গোল রয়েছে ঠিক তেমনই পেনাল্টি মিসের হতাশাও তাঁকে কুড়ে-কুড়ে খাচ্ছে৷ নাহলে লেভান্তের বিরুদ্ধে হ্যাটট্রিকও করতে পারতেন তিনি৷

লেভান্তে ম্যাচ নিয়ে এই নিয়ে পেনাল্টিতে শেষ ১২ বারের প্রচেষ্টায় মেসি ছ’বার সুযোগ নষ্ট করলেন। আর কেরিয়ারে এই নিয়ে ১৫বারের মতো পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হলেন তিনি। লা লিগায় গত দশ মরশুমে মেসির চেয়ে বেশি পেনাল্টি আর কেউ মিস করেননি। তার সমান ৬ বার পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া আরেক খেলোয়াড় হলেন ভালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার আলভারো নেগ্রেদো। অন্যদিকে রোনাল্ডো পেনাল্টিতে বেশি গোল করেন বলে তাঁকে সমালোচকরা ‘পেনাল্ডো’ বলেও উপহাস করতে ছাড়েন না৷ এবার মেসির জন্য নিশ্চই নতুন কোনও নাম ভাবছেন রোনাল্ডো লাভার্সরা৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ