[english_date]

কিস করতে না পারা অপরাধ -বিপাশা বসু

বলিউড তিনি পা রেখেছেন ১৫ বছর হয়ে গেল। কিন্তু আবেদনে, সৌন্দর্যে এখনও তিনি বি-টাউনের মোস্ট ‘সেক্সিগার্ল’। সম্প্রতি তাঁর নতুন ছবি ‘অ্যালোন’-এ তাঁকে দেখা গেছে মোহময়ী রূপে। এই ছবিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

ছবির নায়ক করণের সঙ্গে কয়েকবার লিপ কিসও করতে দেখা গেছে তাঁকে। আর কিস সম্পর্কে বলিউডের এই হটির ধারনা, রিয়েল লাইফে একজন ভালো কিসার পর্দার দুনিয়াতেও সবসময় ভালো কিসার হয়ে থাকেন। তাছাড়া যে ভালো কিসার নয় যে তাঁর সাথীটির কাছে অপরাধী।

‘অ্যালোন’ ছবিতে করণের সঙ্গে তাঁর ‘লিপলক’ দৃশ্যটি সিনেপর্দায় রীতিমত ঝড় তুলেছে। সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে বিপাশা জানিয়েছেন, এই দৃশ্যের সময় বেশ নার্ভাস ছিলেন করণ। তখন আমি করণকে বলেছিলাম ‘লিপলক’ দৃশ্য যেন রিয়েল লাইফের মতো ন্যাচারাল দেখায়। আর তুমি যদি ভালো কিস না করতে পারো তাহলে তুমি অপরাধী।

আর এই একটি কথাই কাজের কাজ হয়েছে। দৃশ্যটি সত্যিই অসাধারণ। তবে এই ছবিতে করণ আর বিপাশার অনস্ক্রিন কেমিস্ট্রিও মেশ মাখোমাখো। তাই করণের প্রসঙ্গে বিপাশাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আমার ও করণের সম্পর্ক বন্ধুত্ব থেকে অনেক বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ