আট দিনে ছয় দেশ। বিদেশ সফরে বেরিয়ে এবার মধ্য এশিয়ার কিরঘিজস্তানে নরেন্দ্র মোদী। সেখানে পৌঁছে রবিবার তিনি কিরঘিজ প্রধানমন্ত্রীর সঙ্গে চারটি চুক্তি স্বাক্ষর করেন। নতুন চুক্তি অনুযায়ী এখন থেকে বছরে একবার যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে ভারত ও কিরঘিজস্তান। একইসঙ্গে দুই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নয়ন সংক্রান্ত ইস্যুতেও একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর।
শনিবার বিসকেকে নামার পর কিরঘিজ প্রেসিডেন্টের আসলামবেক আতামবায়েভের সঙ্গে বৈঠক করেন মোদী। পরে সাংবাদিক বৈঠক করে মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে। তাঁর কথায়, “সন্ত্রাসবাদ যে কোনও দেশের কাছে এক বড় সমস্যা। এই সমস্যা রাষ্ট্রীয় সীমারেখা মানে না। প্রতিরক্ষা ক্ষেত্রে উন্নতির জন্য প্রতি বছর আমরা একসঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেব। সন্ত্রাসবাদ নিকেশ করতেই হবে।” চারটি চুক্তি ছাড়াও কিরঘিজস্তানের সঙ্গে দুটি মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা মউও স্বাক্ষর করেছে ভারত। উভয় দেশের নির্বাচন কমিশনের মধ্যে বোঝাপড়া ও অর্থনৈতিক উৎকর্ষসাধনে সহযোগিতার জন্য এই দুটি মউ স্বাক্ষরিত হয়েছে বলে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে।