[english_date]

কিউবা-আমেরিকার দূতাবাস খোলার চুক্তি

কিউবা ও আমেরিকা ওয়াশিংটন ও হাভানায় দূতাবাস পুরনায় খোলার বিষয়ে একটি চুক্তি করেছে৷ মার্কিন সূত্রে এই খবর জানান হয়েছে৷ এর মাধ্যমেই দীর্ঘদিনের ঠান্ডা লড়াই বন্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়৷

মার্কিন সূত্রে জানান হয়েছে, দূতাবাস পুনরায় খোলায় বিষয়ে বুধবার অনুষ্ঠানিক ঘোষণা করবে কিউবা ও আমেরিকা৷ মার্কিন প্রসিডেন্ট বারাক ওবামা এই চুক্তির বিষয় প্রকাশ্য বিবৃতিতে জানাবেন বলে আশা করা হচ্ছে৷ দু’দেশের দূতাবাস খোলার চুক্তিকে প্রেসিডেন্ট  হিসেবে মার্কিন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে ওবামার গুরুত্বপূর্ণ সাফল্য বলে মনে করে বিশ্ব রাজনৈতিক মহল।

বিগত পাঁচ দশক ধরে দুই দেশের মধ্যে কোনও কূটনৈতিক সম্পর্ক ছিল না৷ ১৯৬১ সালে  বিপ্লবের মধ্যে দিয়ে কিউবায় ক্ষমতায় আসে ফিদেল কাস্ত্রোর কমিউনিস্ট সরকার৷ এই কারণেই আমেরিকার সঙ্গে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশেটির বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা৷

উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে কিউবা ও আমেরিকা সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্মত হয়৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ