
স্পট ফিক্সিং নিয়ে এরপর ক্রিকেট দুনিয়া ফের তোলপাড় হতে বাধ্য !
আইপিএলে পরপর ম্যাচ হারের পরেই নিজের দল কিংস ইলেভেন পঞ্জাবের কয়েকজন ক্রিকেটারের গতিবিধি নিয়ে সন্দেহ হয়েছিল দলের মালিক অভিনেত্রী প্রীতি জেন্টার ৷ আইপিএল স্পট ফিক্সিং নিয়ে বিচারপতি আর এম লোডার রিপোর্টের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে বিসিসিআই। ওই কমিটির কাছে গত ৮ অগস্ট অভিযোগ জানিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের মালিক। ওয়াকিং গ্রুপের বৈঠকে সেদিন উপস্থিত ছিলেন রাজীব শুল্কা ( আইপিএল চেয়ারম্যান), অনুরাগ ঠাকুর (বিসিসিআই সচিব), সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিরা উপস্থিত ছিলেন ৷ ওই বৈঠকে স্পট ফিক্সিং নিয়ে নিজের খোলাখুলি মত দিয়েছেন এই অভিনেত্রী ৷ একটি ইংরাজি সংবাদপত্রে প্রীতির নিজের দল কিংস ইলেভেন পঞ্জাবের কয়েকজন ক্রিকেটারের গতিবিধি নিয়ে সন্দেহ কথা প্রকাশিত হয়েছে ৷
তবে এই প্রকাশ্যে আসার পরে তা অস্বীকার করেছেন প্রীতি ৷ টুইট করে এই অভিযোগের কথা উড়িয়ে দিয়েছেন তিনি ৷