কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের বিভিন্ন সভা সমাবেশে পাকিস্তানি পতাকা ভবিষ্যতেও দেখা যাবে। এ কথা জানালেন কট্টরপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। হুরিয়ত কনফারেন্সের নেতা গিলানি পাকিস্তানকে শুভাকাঙ্খী হিসেবেও অভিহিত করেছেন। নিজের বাসভবনে একটি অনুষ্ঠানে গিলানি বলেছেন, এর আগেও বিভিন্ন সভাসমাবেশে পাকিস্তানি পতাকা দেখা গিয়েছে। ভবিষ্যতেও তা দেখা যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
চলতি বছরের ১৫ এপ্রিলের পর বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন সভা-মিছিলে পাকিস্তানের জাতীয় পতাকা দেখা গিয়েছে। এজন্য বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়ে রাজ্যের পিডিপি-বিজেপি জোট সরকার।
গত ১৫ এপ্রিল গিলানি দিল্লি থেকে ফিরে আসার পর তাঁকে পাক পতাকা হাতে নিয়ে স্বাগত জানিয়েছিল হুরিয়ত সমর্থকরা। এরপরই বিচ্ছিন্নতাবাদী নেতা মাসরত আলমকে জনশৃঙ্খলা আইনের ধারায় গ্রেফতার করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : 267