[english_date]

কাশ্মিরে গণভোট গ্রহণের দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বান কি মুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কাশ্মিরে গণভোট গ্রহণের দাবি জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এ সময় ভারত-পাকিস্তানের জন্য জাতিসংঘের মিলিটারি পর্যবেক্ষক সংঘটিকে (ইউএনএমওজিআইপি) আরো শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

রবিবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি জানান, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমন ও নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বন্ধ করার জন্য মুনের হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়াও কাশ্মীর সমস্যার সমাধানের জন্য রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব রূপায়ণের মাধ্যমে গণভোট আয়োজনেরও দাবি জানান তিনি।

অবশ্য জাতিসংঘের তরফ থেকে জানানো হয়, পাকিস্তান ও ভারতের মধ্যকার শান্তিপূর্ন সম্পর্ক বলবৎ রাখার জন্যই আলোচনা করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, লড়াই হওয়া উচিত সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে। দ্যা হিন্দু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ