আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।
অতুল প্রসাদ সেন-র এই গানটি সামনে এলেই মনে পড়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি কথা। লাখ শহীদের আত্মত্যাগের কথা। বাঙালি জাতীর বলি দানের কথা। একুশে মানেই আমাদের ভাষা শহীদের প্রতি গভির শ্রদ্ধার কথা। ১৯৫২ সালের এই দিনকেই এখন বাঙালি জাতি নয়, সারা দেশ আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবেই লালন-পালন করছে। সেই মাহেন্দ্রখনটিই এসেছে দুয়ারে। আগামীকাল সেই মহান ভাষা দিবস। সারাদেশে গভীর শ্রদ্ধার সাথে এ দিবস পালন করবে। শুধু সারাদেশে নয়, সারা বিশ্ব পালন করবে। সেই দিবসকে ঢেলে সাজাতে আমাদের চট্টগ্রামও তৈরি। ভাসার মাসের সাথে সাথে চলছে বই মেলা। চট্টগ্রাম ডিসি হিলের সাথে সাথে চসিক আয়োজিত নগরীর মুসলিম হলেও চলছে বইমেলা।
আবার এসেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি। বাঙালি জীবনে একুশে আসে নবজীবনের ডাক নিয়ে ফিরে ফিরে । উদ্দীপনের, উজ্জীবনের ডাক দেয় একুশ। একুশে আমাদের মননের বাতিঘর । একুশ বাঙালি জাতিকে মহিমামণ্ডিত করেছে। ১৯৫২ সালে মাতৃভাষার মর্যাদা ও অধিকার রক্ষার দাবিতে মিছিলে শ্লোগানে প্রকম্পিত হয়েছিল গোটা বাংলাদেশ। শফিক, রফিক, সালাম, বরকত, জব্বার বুকের রক্ত দিয়ে যে ইতিহাস রচনা করেছে, সেই বাঙালি মাথা নত না করে চিরকালীন প্রেরণা হয়ে গেছে।
মাতৃভাষা বাংলার জন্য বাঙালির রক্তে রচিত হয় একুশের যে সোপান, আজ বিশ্বময় সকল ভাষা গোষ্ঠীর মাতৃভাষার মর্যাদার প্রতীক হয়েছে। জাতিসংঘ একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করেছে। বিশ্বে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা ৬ সহস্রাদিক, মতান্তরে ৭ হাজার। এইসব ভাষার অনেকগুলোর নেই নিজস্ব বর্ণমালা । মহান একুশে ফেব্রুয়ারি নি:সন্দেহে বিশ্বের প্রতিটি জাতি-গোষ্ঠীর নিজস্ব ভাষার অধিকার ও সুরক্ষার সংকল্পদীপ্ত দিবস।
বস্তুত : মাতৃভাষার সুরক্ষা, বিকাশ এবং ইহার অবাধ অনুশীলনের অধিকার ছাড়া কোনো জাতির অগ্রসরতার পথ প্রশস্ত হতে পারে না। মানে এই নয় যে, মানুষ মাতৃভাষা ব্যতীত অন্যকোনো ভাষা শিখবে না বা চর্চা করবে না। বিশ্বায়নের এই যুগে এমন চিন্তাও করা যায় না। প্রয়োজন অনুযায়ী অন্যান্য ভাষাও শিখতে হবে ।
এইবারের একুশে এসেছে নবতর জাগৃতির ধ্বনি নিয়ে । তারুণ্যের এই জাগরণ ফেব্রুয়ারিকে উদ্ভাসিত করেছে নতুন মাত্রায়। আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় আমরা স্মরণ করি ভাষা শহীদদের। কামনা করি সেই সব ভাষা শহীদের বিদেহী আত্মার চির শান্তির । সেই সাথে বিনম্র শ্রদ্ধা জানাই বাহান্নর ভাষা সংগ্রামীদের।জয় হোক বাঙলার, জয় হোক বাঙালির।