[english_date]

কারাগার থেকে পালাল বন্দি

দ্বীপে ঘেরা কারাগার থেকে পালিয়ে গেল বন্দি। ঘটনাটি ঘটেছে নরওয়ের রাজধানী থেকে ২০০ কিলোমিটার দুরের ব্যাস্টয় দ্বীপ কারাগের। জানা গিয়েছে, এক ২০ বছরের ধর্ষককে রবিবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সেল থেকে উদ্ধার হয়েছে প্লাস্টিকের কোদাল ও বেলচা। জেল কর্তৃপক্ষের মতে, রবিবার রাতে জেলের তলার মাটি খুড়েই পালিয়ে গিয়েছেন সে।

নরওয়েরে সংশোধনাগারের মধ্যে ব্যাস্টয় অন্যতম। এখানে বন্দিদের সমুদ্র দেখতে, সাইকেল চালাতে এমনকী সিনেমা দেখতেও দেওয়া হয়। মনে করা হচ্ছে এতো স্বাধীনতা পাওয়ার সুযোগেই পালিয়ে গিয়েছে ওই অপরাধী। অপরাধীর খোঁজে তদন্ত শুরু করেছে নরওয়ে পুলিশ। বর্তমানে ১১৫ জন বন্দি রয়েছেন এই কারাগারে।
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ