বহুল আলোচিত শিশু রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক এ নির্দেশ দেন। এর আগে সকালে জালালাবাদ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে। পরে আদালতের নির্দেশে কামরুলকে কারাগারে পাঠানো হয়।
মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন আগামী রোববার তাকে আবারো আদালতে তোলা হবে। গতকাল বিকেলে কামরুলকে সৌদি আরব থেকে দেশে ফেরত আনার পর, রাতেই সিলেটে নেয়া হয়।
গত ৮ জুলাই ভোরে শহরতলীর কুমারগাঁয়ে চোর সন্দেহে শিশু রাজনকে গাছের সঙ্গে বেধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে মামলার প্রধান আসামি কামরুলসহ ৩ জনকে পলাতক দেখিয়ে, গত ১৬ আগস্ট ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলার চার্জশিট দেয় পুলিশ।
পরে গত ৭ সেপ্টেম্বর মামলাটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে মহানগর দায়রা জজ আলাতে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে এ মাসে ৯দিন মামলায় ৩৮ সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।