কাভি খাট্টি কাভি মিঠি লাভ স্টোরি। ছবির পোস্টার দেখে প্রথম রিঅ্যাকশন এটাই। ‘শানদার’-এর প্রথম পোস্টারের পর ট্যুইটারে এই ছবির দ্বিতীয় পোস্টার রিলিজ করল শাহিদ-আলিয়া। এখন দু’জনের ওয়ালেই ঝুলছে ‘শানদার’ পোস্টার।
প্রথম পোস্টারে দেখা গিয়েছিল, একটি বেঞ্চে শুয়ে আছে আলিয়া আর তাঁর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে শাহিদ। দ্বিতীয় পোস্টরে বিকৃত মুখে দাঁড়িয়ে দুজন।
‘শানদার’ দিয়ে অনস্ক্রিন রোম্যান্স পর্বটা শুরু করতে চলেছেন আলিয়া-শাহিদ। কমেডি বেস লাভস্টোরি ‘শানদার’। ডেসটিনেশন অফ ম্যারেজ নিয়ে এগিয়েছে গল্পের কাহিনি। বিকাশ বহেল পরিচালিত এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২২ সে অক্টোবর।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯৮