
সুনামগঞ্জের ছাতকে ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন।
বুধবার সকাল ৮টার দিকে ছাতক-সিলেট সড়কের হাসনাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক ট্রাফিক ও স্থানীয় সূত্র জানায়, ছাতক থেকে একটি মালাবহী ট্রাক সিলেট যাচ্ছিল। ট্রাকটির ছাতক উপজেলার হাসনাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় এ দুর্ঘটনা ঘটে।
ছাতক ট্রাফিক ইনচার্জ আনোয়ারুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানাতে পারেননি তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ২২৩