আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ১২ জন নিহত ও অন্তত ৬৬ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা। শনিবার বিকেলে কাবুলের কূটনৈতিক এলাকায় হামলার ঘটনা ঘটে। আফগান পুলিশ বলছে, বিদেশি সামরিক বাহিনীর বহরে এ হামলা ঘটনা ঘটে।
কাবুলের বিভিন্ন শহর প্রদক্ষিণ করছিল গাড়িবহরটি। হামলাস্থলের খুব কাছেই মার্কিন দূতাবাস ও আফগান রাষ্ট্রপতি ভবন অবস্থিত। এখনো পর্যন্ত হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। তবে আফগান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ধারণা উগ্রপন্থী জঙ্গি সংগঠন তালেবান এ হামলা পেছনে দায়ী।
পোস্টটি যতজন পড়েছেন : ১৯০