[english_date]

কানাডায় জরুরি বিমান অবতরণে আহত ২১

বিবিসি বিমান সংস্থাটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, ‘দ্য এয়ার কানাডা’-র বাউন্ড বিমান জরুরি অবতরণের সময় বিমানটিতে থাকা নারী ও শিশুসহ মোট ২১ জন যাত্রী আহত হয়েছে। 

সাংহাই থেকে টরেন্টোতে যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কারণে আলবের্তার কালগেরি এলাকায় জরুরি অবতরণ করে বিমানটি।

জরুরি অবতরণের সময় ৮ জন ঘাড়ে এবং কোমড়ে আঘাত পায়। অপর ১৩ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আহত কারো অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে বিবিসি। বিমানটি ৩৩২ জন যাত্রী ও ১৯ জন কর্মী নিয়ে যাত্রা শুরু করে। জরুরি অবতরণের পর এয়ার কানাডার চীফ অপারেটিং অফিসার ক্লাউস গার্চ বলেন, ‘এটি খুব নাড়া দেয়ার মত অভিজ্ঞতা।’ বিমানের যাত্রী ইয়ে লি তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘যাত্রা শুরুর সময় সবকিছু ঠিক ছিল। বিমানে যেমন হালকা ওপর-নিচে ওঠা নামা কমে তেমন। কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে যায়। বিমানটি প্রচন্ড ঝাঁকুনি দিতে থাকে।’

অপর এক যাত্রী লিন্ডা হে জানান, হঠাৎ করেই বিমানটি নিচের দিকে পড়তে থাকে। সত্যিই ভয়াবহ অবস্থা ছিল। আমার পাশের সিটে ঘুমিয়ে থাকা মেয়েটি হঠাৎ লাফ দিয়ে বিমানের ছাদের কাছে চলে যায়। বিবিসি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ