১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কানাডার লিগে সাকিব-লিটনদের কোচ হোয়াটমোর

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দলটির আইকন খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন এই অলরাউন্ডার। দল পেয়েছেন আফগানিস্তানের বিপক্ষে টেঁসরে নেতৃত্ব দেওয়া লিটন দাসও। সাকিবের সঙ্গে একই দলে খেলবেন তিনিও।

মন্ট্রিয়েল টাইগার্সে এবার পুরনো গুরুর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে সাকিবের। সাকিবের দলের কোচ হিসেবে যে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। মন্ট্রিয়েল টাইগার্স হোয়াটমোরকে প্রধান কোচ হিসেবে বুধবার (১৪ জুন) নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হোয়াটমোরের সঙ্গে সাকিবের সম্পর্ক ক্যারিয়ারের শুরুর দিক থেকেই। ২০০৭ বিশ্বকাপে এই অজি কোচের অধীনেই খেলেছিল বাংলাদেশ। সেবার বিশ্বকাপের সুপার এইটে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছিল টাইগাররা। সে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাকিব। তাই তাকে কোচ হিসেবে পাওয়া বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য বাড়তি পাওয়া।

 

টুর্নামেন্টে দারুণ শক্তিশালী দল গড়েছে মন্ট্রিয়েল। দলে রয়েছে বেশ কয়েকজন বিশ্বখ্যাত তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, জেসন বেহরেনড্রফ, করিম জানাত, মোহাম্মদ হারিস ও সন্দীপ লামিচানের মতো ক্রিকেটাররা।

এবারের আসরে এই লিগে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে। প্রতি দলে থাকছেন ১৬জন করে খেলোয়াড়। ১৮ দিনের এই আসরে সবমিলিয়ে ম্যাচ হবে ২৫টি। এর আগে এই টুর্নামেন্টে খেলেছেন ক্রিস গেইল, যুবরাজ সিং, লাসিথ মালিঙ্গা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের মতো তারকা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ