আর্থনিউজ২৪: সৌদি আরবের ইয়াম্বু শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশরাফুল হক নোমান (৩০) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
নিহত নোমান ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া পোয়া পুকুর পাড়ের ৭১২ নম্বর বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. মনিরুল হক কালামের ছোট ছেলে।
নোমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো. রিয়াজুল হক মামুন।
তিনি জানান, সেখানকার ইয়াম্বু শহরে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো নোমান। বিকেলে কাজ করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
সম্প্রতি তার দেশে ফেরার কথা ছিল। বুধবার দুপুরে বড় ভাই মো. নাজমুল হক সুমনের স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় তার।
পোস্টটি যতজন পড়েছেন : 165