[english_date]

কাঁদলেন সালমান খান

গতকালেই ভাইজানের বয়স পঞ্চাশে পড়ে। এবং তার জন্য বলিপাড়ায় বেশ আয়োজনেও মেতে ছিল। পরিবারের লোকজন থেকে শুরু করে গোটা ভারত মেতে উঠেছিল ভাইজানের জন্মদিনে।  এবং এই আয়জনে স্বয়ং ভাইজানও কেঁদে ফেললেন।

তাঁর ৫০তম জন্মদিনকে স্পেশাল করে রাখতে দেখানো হচ্ছিল একটি ভিডিও৷ সেখানে তাঁর ছোটবেলার স্কুলশিক্ষক থেকে বন্ধুবান্ধব, বলিউডের বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছিলেন৷  স্ক্রিনে যেই সঞ্জয় দত্তের লেখা চিঠি ভেসে ওঠে, অমনি কেঁদে ফেলেন সালমন৷ কারণ  অবশ্যই সাজা৷ ক’দিন আগে তাঁর ঘাড়েও ঝুলছিল সাজার খাঁড়া৷ ‘হিট অ্যান্ড রান’ মামলায় প্রায় সাজা হতে চলেছিল তাঁর৷ শেষমেশ অবশ্য তিনি বিলকুল নির্দোষ প্রমাণিত হন৷ সেই স্বস্তি যে তাঁর কাছে খুব ‘স্পেশাল’ জন্মদিনে তা বারবার করে উল্লেখ করেছেন সলমন৷ জানিয়েছেন, সিনেমার ২০০ কোটির ব্যবসা নয়, বরং এই নির্দোষ প্রমাণিত হওয়া তাঁকে আনন্দ দিয়েছে৷ কেননা আদালতের এই রায়ে অন্তত তাঁর বাবা, মা দুশ্চিন্তামুক্ত হয়েছে৷

সালমন নির্দোষ প্রমাণিত হলেও, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এখনও জেলবন্দি  অভিনেতা সঞ্জয় দত্ত৷ এমনিতে সালমন ও সঞ্জয় ভাল বন্ধু৷ জেলে বসা বন্ধু শুভেচ্ছা  পেয়েই কেঁদে ফেলেন সালমন৷ বন্ধু সাজামুক্তির প্রার্থনা করে তিনি জানেন, সঞ্জয় ছাড়া পেলে তখনই তাঁরা পার্টি করবেন৷

শুভেচ্ছা জানানো সে ভিডিওতে ছিলেন শাহরুখ, আমিরও৷ তবে সবাইকে ছাপিয়ে সঞ্জয় যে তাঁর কতখানি ঘনিষ্ঠ বন্ধু জানিয়ে দিলেন সালমন৷ জানিয়ে দিলেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় তিনি কতখানি স্বস্তি বোধ করছেন৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ