[english_date]

কলম্বিয়া-পেরু ড্র করেও শেষ আটে

চিলিতে চলতি কোপা আমেরিকার আসরে ভেনেজুয়েলাকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই শেষ আটের টিকিট পেয়ে গিয়েছে দুঙ্গার নেইমারহীন ব্রাজিল৷ অন্যদিকে, গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে রানার্স হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে পেরু। আশঙ্কা ছিল কলম্বিয়াকে নিয়ে৷ তারাও পেয়ে গিয়েছে শেষ আটের টিকিট৷
পেরুর মতো কলম্বিয়ার পয়েন্টও সমান ৪৷ যেহেতু প্রথম খেলা কলম্বিয়া-পেরুর মধ্যে ছিল, তাই পরের রাউন্ডে কলম্বিয়ার ওঠা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে গ্রুপের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হয়েছিল তাদের৷ তবে ব্রাজিল ভেনেজুয়েলাকে হারিয়ে হাসি ফোটায় কলম্বিয়ার মুখে৷
কলম্বিয়া-পেরু ম্যাচ ড্রয়ের ফলে ব্রাজিলের সামনে ছিল সহজ সমীকরণ- শেষ আটে উঠতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে কমপক্ষে ড্র করতে হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাবে ব্রাজিল। সেখানে ব্রাজিল জয় দিয়েই শেষ করে৷
কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আরেক ফেভারিট আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার সঙ্গে। শেষ আটের অন্য দুই ম্যাচে যথাক্রমে মুখোমুখি আয়োজক চিলি ও উরুগুয়ে এবং বলিভিয়া ও পেরু।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ