কলকাতা নাইট রাইডার্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অল রাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ট্রেভর বেলিসের স্থলাভিষিক্ত হয়েছেন। কেকেআর এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
চার বছর কেকেআর এর প্রধান কোচের দায়িত্ব পালন শেষে সম্প্রতি বেলিস ইংল্যান্ডের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
২০১১ সাল থেকে খেলোয়াড় হিসেবে কেকেআর এর সাথে যুক্ত ছিলেন ক্যালিস। গত বছর দলের ব্যাটিং পরামর্শক ও মেন্টর হিসেবে আইপিএল-এ কাজ করেন। ২০১২ ও ২০১৪ সালের আইপিএল এর শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই দক্ষিণ আফ্রিকান।
পোস্টটি যতজন পড়েছেন : 245