[english_date]

কর্মকর্তাদের মানুষের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে: প্রধানমন্ত্রী

মঙ্গলবার সকালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আইন ও প্রশাসন কোর্সের দু’টি ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় সেবার মানসিকতা নিয়ে জনগণের জন্য আরও যত্নবান হয়ে কাজ করেত নবীন কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্স সমাপ্ত করলেন ৯২ ও ৯৩ তম ব্যাচের ৭৯ কর্মকর্তা। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাঠ পর্যায়ে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করেন প্রশাসনের কর্মকর্তারা। তাই তাদের কর্মকাণ্ডকে আরও জনবান্ধব করে গড়ে তুলতে গুরুত্ব দেয়া হচ্ছে উন্নত প্রশিক্ষণের।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা দায়িত্বে থাকে তাদের উদ্যোগের ওপর ওই এলাকার উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। কাজেই আমি আশা করি, যখন যারা মাঠ পর্যায়ে কাজ করবেন তখন ওই ধরনের মানসিকতা থাকতে হবে। আমাদের একেক এলাকায় একেক  ধরণের সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাটা কী সেটা খুঁজে বের করে সেই ধরণের উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে। শুধুমাত্র রুটিন মাফিক কাজ না। কিভাবে দেশকে উন্নত করা যায় সেই দিকটাও মাথায় রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তাদের কাজের মূল মন্ত্র হতে হবে দেশের প্রতি ভালোবাসা, জনগণের প্রতি দায়িত্ববোধ।

তিনি বলেন, ‘জনগণের সেবা, জনগণের কল্যাণে কাজ করা এটাই কিন্তু আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, আজকে বেতন-ভাতা, ভবন যা কিছুই আমরা তৈরি করছি সব টাকাই জনগণের শ্রম থেকে আসছে। কৃষক, শ্রমিক সকল মেহনতি মানুষের শ্রম থেকেই এই টাকা আসছে সকলকেই এই কথা মনে রাখতে হবে। সাধারণ মানুষের প্রতি আরও বেশি যত্নবান হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, জন প্রশাসনের কাজের গতি বাড়াতে জনপ্রশাসন পদক নীতিমালা প্রণয়ন করেছে সরকার। সর্বোচ্চ সংখ্যক পদন্নোতি দেয়া হয়েছে কর্মকর্তাদের। বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে উপ-সচিব এবং তদূর্ধ্ব ৩২৫ টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ