১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৭৭ পিস ইয়াবাসহ কামরুল হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শিকলবাহা (৩নম্বর ওয়ার্ড) বাদাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তারকৃত আসামি কামরুল হাসান (২৮) শিকলবাহা (৩নং ওয়ার্ড) বাদাল পাড়া এলাকার মৃত জরিপ আলীর ছেলে।

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্য ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে ৭৭ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ