করোনা ভাইরাস একটি অদৃশ্য আতংকের নাম। পৃথিবীজুড়ে এই ভাইরাসের সংক্রমণে নিরব নিস্তব্ধ।পৃথিবীর প্রযুক্তির শীর্ষে অবস্থান করা দেশগুলিও এই ভাইরাসের সংক্রমণে নাস্তানাবুদ। বিশ্বময় চিকিৎসা বিজ্ঞানীরা হন্য হয়ে খুজছে প্রতিষেধক। কোন রকম সমধানে পৌছতে পারেনি এখনি পর্যন্ত। আদৌ কি প্রতিষেধক খুজে পাওয়া যাবে এই ভাইরাসের ? সকলের প্রশ্ন এখন এটি।
গত ডিসেম্ভর এ চিনের উহান অঞ্চলে ভাইরাসটি প্রথম চিহ্নিত হলেও ৫/৬ মাস অতিক্রান্ত হলেও, সুসংবাদ দিতে পারেনি কোন চিকিৎসা বিজ্ঞানী।
এরি মাঝে আরোও ভয়ংকর তথ্য দিল অস্ট্রেলিয়ার গবেষক প্রফেসর ইয়ান ফ্র্যাজার। যিনি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির রোগতত্ত্ব বিশেষজ্ঞ হিসেবে নিয়োজিত আছে। এই বিশেষজ্ঞ আশংকা প্রকাশ করে বলেন, কভিড-১৯ তথা করোনা ভাইরাসের কোন প্রতিষেধক হয়তো কখনো আবিস্কার করা সম্ভব হবেনা।
তিনি আরো বলেন করোনা ভাইরাসের প্রতিষেধক আবিস্কার করার অর্থ হচ্ছে সাধারণ সর্দির বিরুদ্ধে মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যা অসম্ভব।
বিশ্বের প্রায় শতাধিক চিকিৎসা বিজ্ঞানী করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন । কিন্তু এখনো পর্যন্ত করোনা ভাইরাসকে কিভাবে রোধ করা যায় এ মডেল কেউ আবিস্কার করতে পারেনি ।
আরো পড়ুন : করোনায় বাংলাদেশে ছব্বিশ ঘন্টায় আরো ৭জনের মুত্যু সহ নতুন আক্রান্ত ৩১২
তবে শীর্ষ এই গবেষক আশা প্রকাশ করেন, প্রতিষেধক আবিস্কার না হলেও সার্স রোগের মতো প্রকৃতিগত ভাবে সমাপ্তি ঘটতে পারে এই ভাইরাসের।