মহামারি করোনায় ইসরাইলের ১১ হাজার ৫৬ জন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১১৬ জন মৃত্যুবরণ করেছেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে ইসরায়েলে প্রথম কোনো উচ্চ পর্যায়ের ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইসরায়েলের শীর্ষ ধর্মীয় নেতা এলিয়াহু বকশি-ডোরনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ইহুদিদের প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার (১৩ এপিল) ইসরাইলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত এলিয়াহু বকশি-ডোরন সাফারদি গোষ্ঠীর প্রধান রাব্বি হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় বক্তা হিসেবে তিনি আস্থাভাজন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
এলিয়াহু বকশি-ডোরনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।