নবাববাড়ির বেগম তিনি৷ যতই নায়িকা হোন না কেন, চরিত্রের প্রয়োজন ছাড়া ইন্ডাস্ট্রির কেউ রাতপোশাকে তাঁকে দেখবে এমনটা হতেই পারে না৷ কিন্তু তিনি নিজেই জানালেন, তাঁকে রাতপোশাকে প্রথম দেখেছিলেন ইন্ডাস্ট্রির মাত্র একজন৷ তিনি সলমন খান৷ ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলর লঞ্চের দিনে এই স্বীকারোক্তি করিনাকাপুর খানের৷
তিনি কাপুর বাড়ির মেয়ে৷ আর পতৌদিবাড়ির বেগম৷ আভিজাত্য তাঁর সহজাত৷ সেই তাঁর মুখে এরকম কথা শুনে চমকে গেছেন অনেকেই৷ তবে কাহানি মে টুইস্ট হ্যায়৷ যে সময়ের কথা বলছেন তিনি, তখন তাঁর বয়স মাত্র ৯ বছর৷ ছবির ট্রেলর লঞ্চের দিনে পুরনো স্মৃতি রোমন্থন করছিলেন করিনা৷ সলমন খানকে দেখতে দেখতেই যে তাঁর বড় হয়ে ওঠা সে কথা জানিয়েছেন তিনি৷ সেই সলমনের ছবিতে নায়িকা হওয়া তাঁর কাছে স্পেশাল৷ এমনকী সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা বোঝাতে গিয়ে করিনা জানান, তিনি যখন মাত্র ৯’ বছরের, তখন সলমন তাঁকে নাইট ড্রেসেও দেখেছেন৷
বলিউডে বহুল প্রতীক্ষিত ‘বজরঙ্গি ভাইজান’-এর ট্রেলর মুক্তি পেয়েছে সম্প্রতি৷ সলমন-করিনা কেমিষ্ট্রি এ ছবিতে কেমন জমবে তার এক ঝলক দেখা গেছে ট্রেলরে৷ আপাতত এই জমাটি রসায়ন বড় পর্দায় দেখতে উৎসুক বলিপাড়া৷