আর্থনিউজ২৪: চুক্তির শর্ত ভঙ্গ করায় ফিফার কাছে নেইমারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করার আবেদন করেছে তার সাবেক ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটির দাবি, তাদের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে নেইমার বার্সেলোনায় যোগ দিয়েছিলেন।
ব্রাজিলের গণমাধ্যমগুলো জানায়, স্পেনের ক্লাব বার্সেলোনার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সান্তোস কর্তৃপক্ষ।[review]
নেইমার অবশ্য সব অভিযোগ অস্বীকার করেন। সান্তোসের অনুমতি নিয়েই বার্সেলোনায় যোগ দেয়ার কথা জানান তিনি। ২০১১ সালে বার্সেলোনার সঙ্গে কথা বলার অনুমতি দিয়ে সান্তোস সভাপতির দেওয়া একটি চিঠিও তার কাছে আছে বলে জানান তারকা ফুটবলার।
সান্তোস কর্তৃপক্ষ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ কোটি ৫০ লাখ ইউরো দাবি করেছে। তাদের অভিযোগ, বার্সেলোনায় যোগ দেয়ার লক্ষ্যে নেইমার ফিফার আচরণ বিধি ভঙ্গ করেছিল।
২০১৩ সালের জুনে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন নেইমার।