বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বনানীর করাইল বস্তিতে শিশু (১২) ধর্ষণের ঘটনায় নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।রাত সাড়ে ১১টার দিকে ওই বস্তির পাশের একটি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে বাবুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটক নারী ধর্ষণে সহযোগিতা করেছে বলে মামলায় উল্লেখ রয়েছে।
এ ঘটনায় দায়েরকৃত মামলায় সুমন নামে অপর এক আসামি এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
এর আগে, ২৬ মে করাইল বস্তিতে এক নারীর সহায়তায় শিশুটিকে বাবু ও সুমন ধর্ষণ করে। এ ঘটনায় ৩০ মে তিন জনকে আসামি করে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ১৮৯