রাজধানীর কমলাপুরে মিনি বাসচাপায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষকের নাম জোসেফ বর্মণ (৩০)। এ সময় গুরুতর আহত হয়েছেন সাদা মিয়া (৫০) নামের এক রিকশাচালক ।
আজ সকালে কমলাপুর আইসিডি’র সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসের হেলপার সোহেল মিয়াকে(২৫)এ ঘটনায় আটক করেছে পুলিশ। জোসেফ পঞ্চগড় সদরের গদু বর্মণের ছেলে। তিনি যাত্রাবাড়ীর গোলাপবাগের গলাগাথা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।
শাজাহানপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসীন মণ্ডল জানান, সকাল সাড়ে ৭টার দিকে রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন জোসেফ। এ সময় পেছন দিক থেকে একটি মিনিবাস রিকশাটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জোসেফকে মৃত ঘোষণা করেন। রিকশাচালক সাদা মিয়াকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।