২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কবে মাঠে ফিরবেন মেসি ?

কবে মাঠে ফিরবেন লিওনেল মেসি ? সত্যি সত্যিই কী তিনি দু’মাস মাঠের বাইরে থাকবেন ? গোটা বিশ্বে ছড়িয়ে থাকা মেসি ভক্তদের এখন একটাই প্রশ্ন৷ পালমাসের বিরুদ্ধে ম্যাচের দশ মিনিটে চোট পেয়ে বেরিয়ে যান বার্সার মহাতরকা৷তারপর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির বাঁ-পায়ের লিগামেন্ট ছিড়ে গিয়েছে৷ সাত থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে মেসিকে৷তাতেই শঙ্কিত বার্সার টিম ম্যানেজমেন্ট ও মেসিভক্তরা৷ তবে আর্জেন্তিনার দলের চিকিৎসকরা মনে করছেন মেসির মনের জোর দারুণ ৷ সেক্ষেত্রে মেসিকে মাঠে নামতে অত দিন অপেক্ষা করতে হবে না৷ মনের জোরেই দ্রুত কাম ব্যাক করবেন আর্জেন্তিনার মহতারকা ফুটবলারটি৷

আর্জেন্তিনা দলের চিকিৎসক বলেছেন, ‘ আনেক বছর ধরে আমি মেসিকে চিনি ৷ ওর মনের জোর দারুণ ৷ সেক্ষেত্রে ওর সুস্থ হয়ে উঠতে বেশি সময় লাগবে না৷ দু’মাসের আগেই সুস্থ হয়ে যাবেন মেসি৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ