বাংলাদেশের জামালপুর জেলার ইসলামপুরে পৌর কবরস্থান থেকে কঙ্কাল চুরির চেষ্টা হয়েছে।
এমন ঘটনায় উদ্বেগ দেখা দেয় স্থানীয় মানুষের মধ্যে।
পুলিশ বলেছে, ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ইসলামপুরের পৌরসভার মেয়র আব্দুল কাজী শেখ সকালে ঐ কবরস্থান পরিদর্শনে যান।
সেখান থেকে মোবাইল ফোনে তিনি বিবিসিকে জানিয়েছেন,সপ্তাহ খানেক আগে রাতে কয়েকটি কবরের বাঁশের বেড়া সরিয়ে মাটি খোঁড়ার চেষ্টা করা হয়।
এরপর গত দু’দিনে ঐ কবরস্থানে একই ধরণের চেষ্টার চিহ্ন পাওয়া যায়।
পৌর মেয়র আরও জানান, এমন ঘটনায় কঙ্কাল চুরির গুজব ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কয়েক হাজার মানুষ কবরস্থানে জড়ো হয়েছিলেন।যাদের আত্নীয়-স্বজনকে সেখানে কবর দেয়া হয়েছে, তাদের মধ্যে এক ধরণের উদ্বেগ দেখা দিয়েছিল।
পৌর মেয়র উল্লেখ করেছেন,আজ পৌর কর্তৃপক্ষ পুলিশকে সাথে নিয়ে কবরস্থানে বিষয়টি খতিয়ে দেখেছেন।কয়েকটি কবর খোঁড়ার চেষ্টাসহ বিভিন্ন চিহ্ন তারা দেখতে পেয়েছেন।কিন্তু কোন কঙ্কাল বা লাশ চুরি করতে পারেনি।
এতে স্থানীয় লোকেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলেও তিনি উল্লেখ করেছেন।
কবরস্থানে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নিউজ ডেস্ক