[english_date]

‘কতিপয় পুলিশ সদস্যের জন্য সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে’

কতিপয় পুলিশ সদস্যের জন্য সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। তিনি বলেছেন, “ওই সব সদস্যের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”

শুক্রবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ লাইনে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভূমিকা হবে জিরো টলারেন্স। এই দুটি বিষয়ের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে সচেষ্ট থাকতে হবে। কিন্তু কতিপয় পুলিশ সদস্যের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ওই সব সদস্যের জন্য পুলিশের সব অর্জন ম্লান হয়ে যাচ্ছে। তাই তিনি সব পুলিশ সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে আইজিপি প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে নবনির্মিত নারী পুলিশ ব্যারাকের উদ্বোধন করেন। বিকেলে তিনি পুলিশ লাইন্স মাঠে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশে যোগ দেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ