৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কঠিন শাস্তির বিধান মিসর অপরাধী পুলিশদের

রাজধানী কায়রোতে ভাড়া নিয়ে বিক্ষোভ চলছে। পুলিশের গুলিতে একজন নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন, নতুন আইনে মানবাধিকার লঙ্ঘনকারী পুলিশ সদস্যদের কঠিন শাস্তি বিধান রাখা হয়েছে। আর এটিmisor ঘটনার ১৫ দিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।শনিবার বিবিসির প্রতিবেদনে সিসি এই হুঁশিয়ারি দিলেন।মিসরে পুলিশদের সহিংস আচরণের অভিযোগ এনে সম্প্রতি অনেক মামলা দায়ের করা হয়েছে।

সিসির কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল গাফফারকে পুলিশের এ ধরনের সহিংসতা ও নিষ্ঠুর আচরণ বন্ধ করতে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।নিহত ট্যাক্সিচালকের নাম মোহাম্মেদ আলী সাইদ ইসমাইল হন। বিক্ষুব্দ জনতা তার লাশ নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ