[english_date]

কঙ্গনাকে সার্টিফিকেট দিলেন বিগ-বি

খুব বেশি নয় শুধু দু’টি শব্দ “ট্যালেন্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল” কঙ্গনাকে সার্টিফিকেট দিলেন বিগ-বি। ‘কুইন’ দেখেই কঙ্গনায় মুগ্ধ ছিলেন অমিতাভ। তবে একসঙ্গে কাজ করার পর এই ভালোলাগার পারদ চরল আরেকটু বেশি। রাজকুমার হিরানি পরিচালিত একটি কমার্শিয়ালে কঙ্গনার সঙ্গে কাজ করছেন বিগ-বি। সম্প্রতি ট্যুইটারে এই শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। যেখানে ‘তনু’র প্রশংসায় পঞ্চমুখ শাহেনশা।

T 1947 – At work at last with the wonder called Kangana Ranaut .. she be so good .. and talented and wonderful .. pic.twitter.com/UpD2ZSmaSV

অবশ্য, শুধু কঙ্গনাই নন, ‘পিকে’-র পরিচালক রাজকুমার হিরানির প্রশংসায় পঞ্চমুখ ‘পিকু’-র বৃদ্ধ। কমার্শিয়ালে বিগ-বি’র গালে দাড়ি দেখা যাবে। তবে, অমিতাভ স্পষ্টই বলছেন, এক গাল দাড়ি তাঁর মোটেই পছন্দ নয়। তাই অমিতাভ ট্যুইটারে লিখেছেন, ” নকল দাড়ি লাগানো আমার কাছে অভিশাপের সমান। কিন্তু ক্যামেরার কাজ কী অদ্ভুত ভাবে বিশ্বাসযোগ্য করে তোলে এটিকে”।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ