খুব বেশি নয় শুধু দু’টি শব্দ “ট্যালেন্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল” কঙ্গনাকে সার্টিফিকেট দিলেন বিগ-বি। ‘কুইন’ দেখেই কঙ্গনায় মুগ্ধ ছিলেন অমিতাভ। তবে একসঙ্গে কাজ করার পর এই ভালোলাগার পারদ চরল আরেকটু বেশি। রাজকুমার হিরানি পরিচালিত একটি কমার্শিয়ালে কঙ্গনার সঙ্গে কাজ করছেন বিগ-বি। সম্প্রতি ট্যুইটারে এই শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন অমিতাভ। যেখানে ‘তনু’র প্রশংসায় পঞ্চমুখ শাহেনশা।
T 1947 – At work at last with the wonder called Kangana Ranaut .. she be so good .. and talented and wonderful .. pic.twitter.com/UpD2ZSmaSV
— Amitabh Bachchan (@SrBachchan) July 31, 2015
অবশ্য, শুধু কঙ্গনাই নন, ‘পিকে’-র পরিচালক রাজকুমার হিরানির প্রশংসায় পঞ্চমুখ ‘পিকু’-র বৃদ্ধ। কমার্শিয়ালে বিগ-বি’র গালে দাড়ি দেখা যাবে। তবে, অমিতাভ স্পষ্টই বলছেন, এক গাল দাড়ি তাঁর মোটেই পছন্দ নয়। তাই অমিতাভ ট্যুইটারে লিখেছেন, ” নকল দাড়ি লাগানো আমার কাছে অভিশাপের সমান। কিন্তু ক্যামেরার কাজ কী অদ্ভুত ভাবে বিশ্বাসযোগ্য করে তোলে এটিকে”।