[english_date]

কক্সবাজার পেকুয়ায় আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ছয়টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়ায় লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
নিহত সাহাবউদ্দিন ফরায়েজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
সাহাবুউদ্দিনের পরিবার ও স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার রাতে সাহাবউদ্দিন হাজি বাজারে আড্ডাশেষে অটোরিকশা নিয়ে বটতলী এলাকায় যান। সেখানে অটোরিকশা চালক জসিম উদ্দিনকে দাঁড় করিয়ে রেখে তিনি এক ব্যক্তির বাসায় যান। এ সময় বৃষ্টি শুরু হয়। অনেকক্ষণ ধরে সাহাবউদ্দিন ফিরে না আসায় অটোরিকশা চালক বাড়ি চলে যান।
সাহাবউদ্দিনের ছেলে মেহেদি হাসান ফরায়েজী জানান, সকালে স্থানীয় লোকজন বটতলী ছড়ায় সাহাবউদ্দিনের মরদেহ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয়া হয়।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ