নাজিরাটেক সমুদ্র পয়েন্টে একটি বেসরকারি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় চারজন নিখোঁজ রয়েছেন,তবে চারজন নিখোঁজ হওয়ার ১ ঘণ্টা পর ২ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস । কক্সবাজারের বুধবার সকাল সাড়ে নয়টা পনেরোতে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
কক্সবাজার বিমানবন্দর সূত্রে জানা যায় ‘টু এয়ারওয়েজ’ নামের কার্গো বিমানটি কক্সবাজার থেকে যশোর যাচ্ছিল।আজ সকালে বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরের নাজিরাটেক পয়েন্টে বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানের পাইলটসহ চারজন নিখোঁজ রয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। তবে অনুমানের ভিত্তিতে হতাহতের খবর বলা যাচ্ছে না।