কক্সবাজারের শীর্ষ মানবপাচারকারী রোস্তম আলীকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উখিয়ার সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুস্তম আলী উপজেলার সোনাইছড়ি এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। তার বিরুদ্ধে অন্তত অর্ধডজন মানবপাচার মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, রুস্তম আলী তালিকাভুক্ত মানবপাচারকারী। তার বিরুদ্ধে এ পর্যন্ত ৪টি মানবপাচারের অভিযোগ পাওয়া গেছে। সেখানে দুই মামলার ওয়ারেন্ট রয়েছে।
ওসি বলেন, রুস্তম আলী জেলার আলোচিত মানবপাচারকারীদের অন্যমত। কৌশলে সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদে তাকে সোনারপাড়া বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়
পোস্টটি যতজন পড়েছেন : 119