[english_date]

কক্সবাজারের টেকনাফে দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিহত ১

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বন্দুকযুদ্ধে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আমানউল্লাহ প্রকাশ আনু (৩০) নিহত হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে হ্নীলার আলুখালি লবণের মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আনু নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের মোহাম্মদ শফির ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, মানবপাচার চক্রের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে দু’গ্রুপের সদস্যরাই পালিয়ে যায়। এ সময় লবণের মাঠ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়রা মৃতদেহটি আন্তর্জাতিক মানবপাচারকারী আমান উল্লাহ আনুর বলে সনাক্ত করে।

নিহত আমান উল্লাহ গত বছর থেকে দমদমিয়া ন্যাচারপার্ক গেটের উত্তর পার্শ্বে বনবিভাগের জমিতে স্থায়ীভাবে বসবাস করে আসছিল। তিনি আরো জানান, আনুর বিরুদ্ধে অস্ত্র, চোরাচালান ও মানবপাচারের ছয়টির বেশি মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এদিকে স্থানীয়রা জানায়, নয়াপাড়া ক্যাম্পের আমান উল্লাহ আনু ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের ডা. কবীরের নেতৃত্বে মূলত অবৈধপথে মালয়েশিয়ায় মানবপাচার শুরু হয়েছিল। দু’জনই তালিকাভুক্ত ইয়াবা এবং মানবপাচারকারী। রোহিঙ্গা ক্যাম্পের এ দু’জনের নেতৃত্বে রয়েছে বিশাল দু’টি সিন্ডিকেট।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ