ওসমান আল হুমাম, কক্সবাজার সংবাদদাতা: টেকনাফের হ্নীলায় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত রঙ্গীখালীর গহীন পাহাড়ে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ তিন ডাকাত নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪ কর্মকর্তাসহ পুলিশের ৫ সদস্য।
বুধবার ভোরে হ্নীলা রঙিখালী গহীন পাহাড়ে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধরাত ভোর রাতে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমাদ দাস ও এসআই মশিউর রাহমানের নেতৃত্বে রঙ্গীখালীর গহীন অরণ্যে ডাকাতের আস্তানায় অভিযানে যায় পুলিশ।
গহীন পাহাড়ে পৌঁছালে ডাকাত দলের সদস্য পালিয়ে যেতে যেতে পুলিশ লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আহত হয় পুলিশের ৫ জন সদস্য। পরে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে নিহত হয় ডাকাত ছৈয়দ আলম, নুরুল আলম এবং ছৈয়দ হোসেন। এ সময় ডাকাত গ্রুপের আস্তানা থেকে ১৮টি দেশি বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি প্রদীপ প্রদীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত পুলিশ কর্মকর্তা ও সদস্যেদের চিকিৎসা দেয়া হচ্ছে।