৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিউটি , নারী ও ত্বক

সাজগোজের প্রতি মেয়েদের আকর্ষণ ছিলই, আছেই, থাকবেই । নিজেকে অন্যের চোখে রূপবতী করে তুলতে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করেন সুন্দরীরা । তবে যতই যাই হোক না কেন, কয়েকটি বদ অভ্যেস থেকে খুঁতখুঁতে নারীকূলের অনেকেই বিরত নন । মুখে রংচং মেখে কোনও লাভ হয় না তাঁদের । মেকআপে ঢাকা মুখেও মাঝেসাঝে উঁকি দেয় বেয়াড়া ব্রণ বা কালো ছোপ । তাই ত্বকের জেল্লা বজায় রাখতে কু-অভ্যেস থেকে বেরিয়ে আসুন।

যেমন –

মুখে একটি ছোট্ট ব্রণ বা ফুসকুড়ির উদয় হয়েছে বলে বেশি বিব্রত হবেন না । প্যানিক বা মুদ্রাদোষবসত তাতে বারবার হাতও দেবেন না । এ ধরনের কু-স্বভাব অনেকেরই লক্ষ করা যায় । মুখের কোথাও সামান্য ব্রণ উঁকি দিলে, সেটিকে নিয়ে ময়নাতদন্ত না করে ছাড়েন না । নখ দিয়ে খুঁটে খুঁটে ব্রণ বিষাক্ত করে তোলেন । রূপসিদের ধারণা, এতে বোধহয় ব্রণ উধাও হয়ে যাবে । কিন্তু না, ব্রণতে যত হাত দেবেন, ততই তা চেপে বসবে । শেষে যন্ত্রণাদায়ক দাগ ফেলে যাবে । সে নাছোড় দাগের পিছু ছাড়ানো বেশ মুশকিল । সুন্দরীর অমন ফ্ললেস মুখে বাসা বাঁধবে বেয়াড়া ব্রণ… তাই বলি কী, খোঁটাখুঁটি আর নয় । না হলে বেয়াড়া ব্রণকেও বলতে হবে, “আমাকে আমার মতো থাকতে দাও…”। তাই ও বলার আগেই ওকে ছাড়া দিন ওর মতো করে । সময় হলে এমনিতেই গায়েব হয়ে যাবে ।

তারপর যেমন ধরুন মুখে একগাদা ময়লা নিয়ে ঘুমিয়ে পড়লেন । জাস্ট আলসেমি করে দিনের পর দিন এমন ভাবেই নিদ্রা যাচ্ছেন । এতে মুখের মারাত্মক ক্ষতি ! রাতে শোওয়ার আগে নিয়মিত মুখ না ধুলে, ক্লিনজ়িং, ময়েশ্চারাইজ়িং, টোনিং না করলে মুখের অবস্থা দফারফা । সারাদিনের পরিশ্রমের ফলে ত্বকের পোরসে ময়লা জমে । তেলতেলে হয়ে যায় মুখ । সেই ময়লা মুখ থেকে না তুললে পিগমেন্টেশন হবেই, ব্রণর প্রকোপ বাড়বে, ত্বকের ক্ষতি হবে দ্বিগুণ । তাই ঘুমোতে যাওয়ার আগে আলস্য কাটিয়ে মুখ পরিষ্কার করুন ।  

সূর্যের আলট্রা ভায়োলেট রশ্মি ত্বক বিবর্ণ ও নিষ্প্রাণ করে তোলে । সে জন্য সানস্ক্রিন, রোদ চশমা, ছাতা, স্কার্ফ – এই চারটি জিনিসকে সঙ্গী করে তুলতে হবে । বিশেষ করে SPF যুক্ত সানস্ক্রিন মাখার হ্যাবিট করা মাস্ট ।

এক্সফোলিয়েশনের ব্যাপারে সতর্ক থাকতে হবে । বারবার বিভিন্ন রকম কসমেটিক্স মাখলে ত্বকেরই ক্ষতি । তাই এক্সফোলিয়েশন রুখতে প্রয়োজন এক্সফোলিয়েটিং ক্লিনজ়ার । আর প্রয়োজন স্যালিসিলিক অ্যাসিডে সমৃদ্ধ টোনার, রেটিনলে ভরপুর ময়েশ্চারাইজ়ার ।

এসব দিকে খেয়াল না রাখলে আজকের দূষণময় পৃথিবীতে রূপসি হয়ে টিকে থাকা দায় । তাই পরিচ্ছন্নতা মেনে চলুন । ত্বকের যত্ন নিন । ধুলোময় পরিবেশে সকলে আপনাকেই দেখবে ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ