[english_date]

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার মারলন স্যামুয়েলস বোলিং আবারও অবৈধ

ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার মারলন স্যামুয়েলস এর বিপদ যেন পিছু ছাড়ছেনা । কারন ক্যারিয়ারে তৃতীয়বারের মত অবৈধ বোলিং এ্যাকশনের জন্য অভিযুক্ত হলেন তিনি । আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ২০০৮ ও ২০১৩ সালে একই কারনে অভিযুক্ত হয়েছিলেন ৩৪ বছর বয়সী স্যামুয়েলস। নতুন করে শ্রীলংকার বিপক্ষে গলে প্রথম টেস্টে তার বোলিং এ্যাকশন নিয়ে অভিযোগ উত্থাপিত হয়। এক বিবৃবিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা এই তথ্য দিয়েছে। নিয়মানুযায়ী আগামী ১৪ দিনের মধ্যে এই অফ-স্পিনারকে পরীক্ষার টেবিলে বসতে হবে। তবে ফলাফলের আগ পর্যন্ত তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যেতে পারবেন।  গলে শ্রীলংকার বিপক্ষে এক ইনিংসে স্যামুয়েলস ২৭ ওভার বল করে শুধুমাত্র দিমুথ করুনারত্নের উইকেটটি সংগ্রহ করেছেন। টেস্টে স্বাগতিক শ্রীলংকা এক ইনিংস ও ছয় রানে জয়ী হয়। দ্বিতীয় ও শেষ টেস্টটি বৃহস্পতিবার কলম্বোতে শুরু হবে। এরপর রয়েছে তিনটি ওয়ানডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচ।

২০০০ সালে আন্তর্জাতিক অভিষেক হওয়া স্যামুয়েলস প্রথমবার ২০০৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টে অবৈধ বোলিংয়ের ফাঁদে পড়েন। নিজের বোলিং এ্যাকশন শুধরে ২০১১ সালে আবারো তিনি বোলিংয়ে ফিরে আসেন। এরপর ২০১৩ সালের মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আবারো তার বোলিং নিয়ে প্রশ্ন উঠে। ঐ সময় তাকে কুইকার ডেলিভারি থেকে নিষিদ্ধ করা হয়। তবে তার অফ-ব্রেক আইনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ৬০ টেস্টে এখন পর্যন্ত স্যামুয়েলস ৪১ উইকেট দখল করেছেন। এছাড়া ১৭৪ ওয়ানডেতে নিয়েছেন ৮৫ উইকেট। ৩৮টি টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি ১৯ উইকেট দখল করেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ