ক্যামেরায় দেখা যাচ্ছে না তাঁকে। তাই হাত ধরে টেনে জুকারবার্গকে সরিয়ে দিলেন নরেন্দ্র মোদী। আর মোদী-জুকারবার্গের সেই ভিডিওতেই তোলপাড় ওয়েব দুনিয়া।
একটি ভিডিওতে দেখা যাচ্ছে হাত ধরে টেনে সামনে থেকে ফেসবুক সিইও-কে সরিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিওটি প্রকাশ্যে আসতেই ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। শুরু হয়েছে সমালোচনার ঝড়। ইতিমধ্যেই মোদী স্কুল পড়ুয়াদের মত ব্যবহার করছে বলে মন্তব্য করা হয়েছে। কংগ্রেসের মুখপাত্র শাকিল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এইটুকু বোধ থাকা উচিৎ যে তিনি বিশ্বের সবথেকে বড় গণতন্ত্রের নেতা। তাঁর এইভাবে স্কুলের ছেলেদের মত ব্যবহার করা উচিৎ হয়নি।
রবিবার টাইন হলে ফেসবুকের হেডকোয়ার্টারে মোদীর উপস্থিতির একটা ভিডিও ছড়িয়ে পড়েছে ওয়েব দুনিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে আছেন মোদী, জুকারবার্গ ও ফেসবুকের সিওও শেরিল সানবার্গ। সেখানেই মোদীকে ঢেকে দিয়ে দাঁড়িয়েছিলেন জুকারবার্গ আর মোদী ক্যামেরা যাতে আড়াল না হয় তার জন্য জুকারবার্গের হাত ধরে সরিয়ে দিচ্ছে।