১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার ভারত ছাড়তে বাধ্য হলেন

পাকিস্তান বিরোধী উগ্রবাদী হিন্দু সংগঠন শিবসেনার ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান কার্যালয়ে হামলার পরে এলিট প্যানেলের আম্পায়ার আলিম দারকে সরিয়ে নিয়েছে আইসিসি । এছাড়া স্টার স্পোর্টসের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার জন্য চুক্তিভুক্ত ওয়াসিম আকরাম ও শোয়েব আখতার চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ শেষ হওয়ার আগেই দেশেই ফিরবেন।

গতকাল সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড  সভাপতি শাহরিয়ার খান ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি শশাঙ্ক মনোহরের বৈঠক হ্ওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মুম্বাইয়ে বিসিসিআইয়ের কার্যালয়ে শিবসেনা সদস্যরা আকস্মিক ভাবে ঢুকে পড়ে। তারা পাকিস্তানের সঙ্গে সকল ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানায় এবং বৈঠকটিও বানচাল হয়ে যায়। শিবসেনার দাবির মধ্যে ছিল আলিম দারকে আম্পায়ারিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের পরবর্তী দুই ম্যাচে আম্পায়ারিং করার কথা ছিল পাকিস্তানি আম্পায়ার আলিম দারের।  আইসিসি তাদের প্রেস রিলিজে আলিম দারকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে বলে, সোমবারের বিসিসিআই কার্যালয়ে একদল উগ্রবাদীর আক্রমণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসির মুখপাত্র জানান, এমন অবস্থায় এটা ভাবা অযৌক্তিক হবে যে তিনি (আলিম দার) তার কাজ ঠিক ভাবে করতে পারবেন।

 

এদিকে ভারত বন্ধু হিসেবে পরিচিত ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারও চলে যাচ্ছেন তাদের ধারাভাষ্যের কাজ ছেড়ে। আকরামের এজেন্ট আরসালান হায়দার জানিয়েছেন ২৩ অক্টোবর চেন্নাইয়ে চতুর্থ ওয়ানডের পরেই দেশে ফিরে যাবেন এই দুই জন।  কার্যালয়ে হামলার পরেই বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, ভারতকে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে হবে। তাই এটা প্রত্যেক ভারতীয়র দায়িত্ব এমন ভাবমূর্তি ধরে রাখা যে আমরা প্রতিপক্ষের পারফরম্যান্সও উপভোগ করতে জানি। রাজনৈতিক ইস্যু এখানে আসা উচিত না।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ