ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে ঝাঁপ দিয়ে স্টান্ট দেখিয়ে জেলে যেতে হল তিন যুবককে। ধৃতদের নাম জেমস ব্র্যাডি, অ্যান্ড্রু রসিং, মার্কো মারকোভিচ। এরা প্রত্যেকেই নিউ ইয়র্কের বাসিন্দা। ১০৪ তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে স্টান্ট দেখানোর বিষয়টি ধরা ওড়ে সিসিটিভি ক্যামেরায়। প্রত্যেকের পরনে ছিল কালো স্যুট আর হেলমেট। তাদের এই স্টান্টকে বেআইনি বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
আমেরিকার সর্বোচ্চ আদালত তিনজনকেই দোষী সাব্যস্ত করেছে। এদের এক বছরের জেল হবে বলে জানা গিয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 232