১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ

টুয়েন্টি টুয়েন্টির পর পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। দু’ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। ফলে ওয়ানডে সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ ২০ রানে জিতেছিল স্বাগতিকরা।
করাচির সাউথ অ্যান্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় বাংলাদেশ। এ ম্যাচের শুরুটা ভালোই করেছিলো সফরকারীরা। উদ্বোধনী জুটিতে ২১ রান পায় বাংলাদেশ। কিন্তু এরপরই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথ বন্ধ করে ফেলে তারা।

এক পর্যায়ে ৭ উইকেটে ৬৭ রানে পরিণত হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত পুরো ৫০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ১২৩ রান করে সালমার দল। দলের পক্ষে আয়শা খাতুন ৩৯ ও নিগার সুলতানা ৩০ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের পক্ষে আনাম আমিন ৪টি উইকেট নেন।

জবাবে ৬৯ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। দলের জয় নিশ্চিত করতে ব্যাট হাতে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন বিসমাহ মারুফ। প্রথম ওয়ানডেতেও ৯২ রানের ইনিংস খেলেছিলেন মারুফ। এছাড়া মারিনা ইকবাল ৩১ ও নাইন আবিদি ২২ রান করেন। ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের আনাম আমিন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ