রাজধানীর মিরপুর ১১ নম্বরে জাহিদুল ইসলাম রাসেল (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার দিনগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিরপুর-১১ নম্বর ৬ নম্বর লাইনের ১ নম্বর বাড়ির আবদুল মান্নানের ছেলে।
তিনি মিরপুর ১১ এর অ্যাভিনিউ-৫ এ শাহীন স্কুলের বিপরীতে মেডিকেয়ার ফার্মেসির সত্ত্বাধিকারী।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে রাত পৌনে ২টার দিকে রাসেলকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ‘রাত ১২টার দিকে ফার্মেসিতে বসেছিলেন রাসেল। এসময় ৪-৫ ব্যক্তি আকস্মিকভাবে গুলি করে পালিয়ে যায়,’ বলেন সেন্টু চন্দ্র দাশ।
তিনি বলেন, নিহত রাসেলের মাথায় গুলির চিহ্ন রয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : 267
























