১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়াসার এটিএম বুথে পানির দাম বাড়ানোর নিন্দা

ঢাকা ওয়াসার পানির পাম্প স্টেশন থেকে ঢাকা ওয়াসা ও ড্রিঙ্ক ওয়েলের এটিএম বুথে পানির দাম বাড়ানোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ।

মঙ্গলবার (১ আগস্ট) থেকে ওয়াটার এটিএম বুথে প্রতি লিটার পানির মূল্য ৭০ পয়সা ধার্য করেছে ওয়াসা। এর সঙ্গে যোগ হবে ১০ পয়সা ভ্যাট। অর্থাৎ, ভ্যাটসহ প্রতি লিটার পানির দাম ৮০ পয়সা। সোমবার (৩১ জুলাই) পর্যন্ত এই পানি ভ্যাটসহ ৪৬ পয়সায় বিক্রি হয়েছে।

বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, দুদিন আগেও যেখানে সুপেয় পানিবঞ্চিত অসহায় দরিদ্র এবং সাধারণ নাগরিক ৪০ পয়সায় প্রতি লিটার পানি কিনত, সেখানে আজ ১০ পয়সা ভ্যাটসহ প্রতি লিটার ৮০ পয়সায় কিনতে হচ্ছে। ড্রিঙ্ক ওয়েলের এ পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু অযৌক্তিক নয়, নিন্দনীয়ও।

তিনি আরও বলেন, ‘আমরা জানি ঢাকা ওয়াসা ড্রিঙ্ক ওয়েলকে বিনামূল্যে পানি সরবরাহ করে থাকে এবং তাদের স্থাপনা বিনা মূল্যে ব্যবহার করে থাকে। তাই তাদের পানি বিনামূল্যে সরবরাহ করার কথা। কিন্তু ব্যবস্থাপনার জন্য নামমাত্র মূল্য নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি আমরা দুঃখের সঙ্গে লক্ষ করলাম যে, ঢাকা ওয়াসার কাণ্ডজ্ঞানহীন কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, বিদ্যুতের মূল্য এবং আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশ-পরিস্থিতির কারণেই পানির দাম বাড়ানো হয়েছে।

‘অনাকাঙ্ক্ষিত এসব বক্তব্যের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা জানি, এ পানি বিক্রির কোনো অর্থ ঢাকা ওয়াসা নেয় না।’

মহিউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে ঢাকা ওয়াসার ৩২১টি পাম্পেই এটিএম বুথের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে। যার উদ্দেশ্য ছিল ঢাকা ওয়াসার সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো। এরই মধ্যে মানবিক এ কাজের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাওয়ার্ড করপোরেট এক্সিলেন্স (এসিই) পুরস্কার পেয়েছে ড্রিঙ্ক ওয়েল। তাই ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের যেই উদ্দেশ্য–সামাজিক দায়বদ্ধতা থেকে নাগরিকদের সুপেয় পানি সরবরাহ করা–তার সঙ্গে ড্রিঙ্ক ওয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, ‘আমরা এ মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের দাম বহাল রাখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করছি। পাশাপাশি বিষয়টি সরকারের স্থানীয় মন্ত্রণালয় এবং ঢাকা ওয়াসা কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ