গত ডিসেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলতে এসেছিল ভারত। দলের সঙ্গে ছিল ভারতের উইকেটকিপার ব্যাটার ঋষভ পান্থও। সিরিজ শেষ করে দেশে ফেরার পর বাড়ি ফেরার পথে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
দুর্ঘটনায় মাথায়, পিঠে ও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন পান্থ। ইতোমধ্যেই দুই বার অস্ত্রোপচার হয়েছে। এখনো চোট সারেনি। প্রথমে ডান হাঁটু ও পরে ডান পায়ের লিগামেন্টে অস্ত্রোপচার হয়েছিল। এখন পান্থের তৃতীয় সার্জারি করতে হবে। তবে তৃতীয় সার্জারি করা এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্তত আরো ছয় মাস পর সেটির চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন। ছয় মাস পর চিকিৎসার পর কবে নাগাদ ফিরবেন, তা হয় তো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, চলতি বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সেখানে পান্থ খেলতে পারবেন কি না এসবের উত্তর এখনো ধোঁয়াশা। তবে ভারতের একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এ বছর আর তাকে মাঠে দেখা যাবে না। এছাড়া শেষ পর্যন্ত তিনি যদি বিশ্বকাপ না খেলতে পারেন, তাহলে তার পরিবর্তে উইকেট-রক্ষক হিসেবে খেলবেন লোকেশ রাহুল এবং দ্বিতীয় উইকেট-রক্ষক হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে ঈশান কিশানের।
অন্যদিকে, ঋষভের চিকিৎসকরা তাকে কয়েক দিন পর হাঁটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। প্রথমে ওয়াকারের সাহায্যে ও পরে কোনো অবলম্বন ছাড়াই হাঁটানোর চেষ্টা করা হবে তাকে। দুটি হাঁটুই ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্রোপচারের পরও কতটা স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন ঋষভ, তা নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।