১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওমরাহ যাত্রীদের ৫ টিকা বাধ্যতামূলক করলো সৌদি আরব

চলতি বছর ওমরাহ যাত্রীদের জন্য ৫টি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজোনাল ইনফ্লুয়েঞ্জার মতো রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার।

সোমবার (১৪ জানুয়ারি) এমন একটি বিজ্ঞপ্তি জারি করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত ওই ৫ রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি আরব সরকার যে সকল টিকাকে স্বীকৃতি দিয়েছে, দেশটিতে পৌঁছানোর আগে যাত্রীদের সেসব টিকা গ্রহণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, মেনিনগোকোকাল মেনিনজাইটিস,করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজযাত্রীদের জন্য আবশ্যিক।

এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পীত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ