৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওমরাহ ভিসার দুয়ার খুলেছে বাংলাদেশিদের জন্য

ওমরাহ ভিসার দুয়ার খুলেছে বাংলাদেশিদের জন্য। প্রায় এক বছর পর শনিবার (২০ ফেব্রুয়ারি) থেকেই শুরু হয়েছে ওমরাহ ভিসায় বাংলাদেশিদের সৌদি আরব গমন। একদল ওমরাহ হজযাত্রী নিয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লা10101ইট এদিন ঢাকা ছাড়ে। ভিসার আওতায় ৫৫ হাজার বাংলাদেশি এ বছর সৌদি আরব যেতে পারবেন বলে জানা গেছে।

এর আগে গত বুধবার সৌদি আরবের হজ এজেন্সিগুলো বাংলাদেশিদের জন্য ’মুফা’ বা ছাড়পত্র প্রদান শুরু করে। বাংলাদেশি হজ এজেন্সিরা জেদ্দাস্থ তাদের চুক্তিভিত্তিক এজেন্সিগুলোর কাছে মুফা চেয়ে পাঠালে তারা চাহিদা-মাফিক মুফা ঢাকাস্থ সৌদি দূতাবাসে প্রেরণ করে।এরপর বাংলাদেশি এজেন্সিগুলো ভিসা প্রার্থীর পাসপোর্ট জমা দেন সৌদি দূতাবাসে। মুফা দেখে ভিসা ইস্যু করে সৌদি দূতাবাস।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহারের নেতৃত্বে হাব এর ৫ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৮ ফেব্রুয়ারি সৌদি আরব যায়। সেখানে এ ব্যাপারে আলোচনা হয়। আলোচনার পর ’কান্ট্রি লগ’ খুলে দেয় সৌদি আরব। বুধবার থেকে মুফা দেয়া শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত বছরের মার্চ থেকে বাংলাদেশিদের ওমরাহ ভিসা প্রদান বন্ধ রাখে সৌদি সরকার। ফলে তিন মাস আগে ওমরাহ মওসুম শুরু হলেও কাটছিলো না ভিসা জটিলতা। বিশ্বের অন্য দেশগুলোর জন্য ভিসা উন্মুক্ত করা হলেও বাংলাদেশিদের ওমরাহ ভিসা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। মূলত ওমরাহ ভিসায় আদম পাচার এবং সৌদি আরব গিয়ে কয়েক হাজার বাংলাদেশির ফেরত না আসার কারণে সৌদি সরকার কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টে) করে বাংলাদেশকে। ভিসা প্রদান বন্ধ করে দেয়। বাংলাদেশি হজ এজেন্সিগুলোর মধ্যে ৬৯টির লাইসেন্স বাতিল করা হয়েছে। ইতিমধ্যে ১০৪টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছে সরকার। সময়মত তা সৌদি সরকারে হাতে তুলে দেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ