অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, সাময়িক জনভোগান্তি হলেও গণপরিবহনগুলো যেন সরকার নির্ধারিত ভাড়া নিতে বাধ্য হয়।
সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) কার্যালয়ে প্রতিষ্ঠানটির ডিপো ম্যানেজারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, রাজধানীর গণপরিবহনগুলোর ৬০ শতাংশ সরকার নির্ধারিত ভাড়া আদায় করছে আর ৪০ শতাংশ আদায় করছে অতিরিক্ত ভাড়া।
এসময় বিআরটিসি বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।
পোস্টটি যতজন পড়েছেন : ১১৩