১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা?

বিএনপির বহিষ্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন। তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা।’
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেন তিনি। এ অভিযোগের বিষয়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান।
এর আগে গত ১৭ ডিসেম্বর ফেসবুকে নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দেওয়ার দায়ে তাকে বহিষ্কার করা হয়।
২৭ মিনিট দীর্ঘ ওই ফেসবুক লাইভের ক্যাপশনে এসকেন্দার আলী জনি লিখেছেন, ‘সঠিক তদন্ত চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর। আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যশোর জেলা যুবদলের সেক্রেটারি। সংবাদ সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে।
বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন, অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন।’
লাইভে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন। ৫ তারিখের পর তাকে ভারতে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। কিছুদিন আগে সিঙ্গাপুরে গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক।
বেনাপোলের পুটখালীর গোল্ড নাসিরের সঙ্গে (সিঙ্গাপুরে) তার টাকা ভাগাভাগি হয়েছে। ঘাট শহীদকে ধরলে এ তথ্য পাওয়া যাবে।
তিনি আরো বলেন, ‘ওবায়দুল কাদেরকেই শুধু নন, আওয়ামী লীগের বহু নেতাকে ভারত যেতে সাহায্য করেছেন রানা। এ তথ্য সব নেতাই জানেন। এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ হেঁটে যাচ্ছে।
যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছেন। আমি রাজপথে মার খেয়েছি, আমার ভাই মার খেয়েছে। আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবারসহ জেল খেটেছি। ১৭ বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’
আমি আন্দোলন-সংগ্রাম করব উল্লেখ করে এসকেন্দার বলেন, “ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে? যুবদলের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে। ভিডিওসহ নেতাদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ‘এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এসকেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে। তিনি শুধু আমাকে নয়, যুবদলের প্রেসিডেন্ট-সেক্রেটারি দুজনের নামেই দীর্ঘদিন ধরে এসব বলে আসছেন।’
তিনি আরো বলেন, ‘এসকেন্দার সুস্থ নন। আপনারাও তদন্ত করে দেখেন, ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছেন। একজন একটা কথা বললেই তো হবে না। এত দিন ধরে রাজনীতি করলাম, খোঁজখবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সঙ্গে জড়িত কি না।’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ